বরিশালে করোনার চতুর্থ ডোজ টিকার কার্যক্রম শুরু

বরিশালে করোনার চতুর্থ ডোজ টিকার কার্যক্রম শুরু

বরিশালে করোনা টিকার তৃতীয় ডোজ সম্পন্নকারী ব্যক্তিদের চতুর্থ বুস্টারডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল থেকে বরিশাল নগরীর ৫টি কেন্দ্রে এই কার্যক্রম শুরু হয়। কোন ধরনের ঝামেলা ছাড়া বুস্টার ডোজ টিকা দিতে পেরে খুশি সাধারণ নাগরিকরা। 

সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, নগরীর মধ্যে ৫টি কেন্দ্রে চতুর্থ বুস্টার ডোজ দেয়া হচ্ছে। এগুলো হলো- সিটি করপোরশেনের এনেক্স ভবন, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, পুলিশ হাসপাতাল এবং পনগরীর বাংলা বাজার এলাকায় পপুলার ডায়নস্টিক সেন্টার। 

১৮ বছরোর্ধ যাদের ৪ মাস আগে তৃতীয় ডোজ সম্পন্ন হয়েছে তারা নির্ধারিত কেন্দ্রে গেলেই চতুর্থ বুস্টার ডোজ টিকা দিতে পারছে। ফাইজার কোম্পানীর ফাইজার বায়োটেক দিকা দেয়া হচ্ছে তাদের। 

কোন ধরনের ধামেলা এবং হয়রানি ছাড়াই চতুর্থ ডোজ টিকা গ্রহণ করতে পেরে খুশি সাধারন মানুষ। টিকা নেয়ার পর তাদের কোন সমস্যা হয়নি বলেও তারা জানিয়েছেন। 

যতদিন দরকার ততদিন করোনার চতুর্থ বুস্টার ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রের কর্তব্যরত সেবিকারা। 

এছাড়া জেলার ১০টি উপজেলার মধ্যে ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার চতুর্থ ডোজ টিকা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। 

তবে ইউনিয়ন কিংবা প্রত্যন্ত অঞ্চলে টিকা কেন্দ্র না থাকায় দূর-দূরান্ত থেকে এসে করোনার চতুর্থ ডোজ টিকা নিতে হচ্ছে বলে জানিয়েছেন অনেকে।