বরিশালে কাঁচামাল ব্যবসায়ী নিখোঁজ

বরিশালে কাঁচামাল ব্যবসায়ী  নিখোঁজ

বরিশালে মিন্টু চন্দ্র শীল (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় মিন্টু চন্দ্র শীলের মা অঞ্জলী রানী শীল শনিবার নগরীর কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মিন্টু কাউনিয়া থানার ভাটিখানা আবগারী এলাকার জিতেন্দ্র নাথ শীলের ছেলে।

জিডি সূত্রে জানা যায়, মিন্টু চন্দ্র শীল নগরীর বিভিন্ন এলাকায় ভ্যান গাড়িতে করে কাঁচামালের ব্যবসা করেন। ২০ নভেম্বর রাত ৯টার দিকে চুল কাটানোর কথা বলে তিনি বাসা থেকে বের হন। কিন্তু রাতে বাসায় না ফেরায় তার মুঠোফোনে কল দিলেও ফোন বন্ধ পাওয়া যায়।

আত্মীয়স্বজনের বাসাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ মিন্টু চন্দ্রের শরীরের রঙ কালো, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং নিখোঁজ হওয়ার আগে তিনি কালো রঙের লুজ প্যান্ট ও ফুল হাতার ছাপার শার্ট পরিহিত ছিলেন।

 

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, এক যুবকের নিখোঁজের ঘটনায় থানায় দায়ের হওয়া জিডির তদন্ত চলছে।