বরিশালে দলিল লেখক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে দলিল লেখক রিয়াজুল করিম রিয়াজ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত আসামীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার স্বজনরা।
সোমবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন মামলার বাদি নিহতের বড় ভাই মো. মনিরুল ইসলাম রিপন এবং পরিবারের সদস্যরা এই দাবি জানান।
লিখিত বক্তব্যে মনিরুল ইসলাম রিপন বলেন, রিয়াজের স্ত্রী আমিনা আক্তার লিজা আদালতকে জানিয়েছে তার স্বামীকে মাসুম হোসেন দফাদার হত্যা করেছে। অথচ লিজার পরকীয়া প্রেমিক মাসুম হোসেন দফাদারকে পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি। মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক সগির হোসেন কিছুদিন আগে তিন ছিচকে মোবাইল চোর আটক করে। তারা ৩জনই আদালতে রিয়াজকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
লিখিত বক্তব্যে বাদি রিপন বলেন, আদালতে ৩ চোরের দেয়া জবানবন্দিতে ৩ জনের বক্তব্য ৩ রকমের। একজনের বক্তব্যের সঙ্গে অন্য কারোর স্বীকারোক্তির মিল নেই। পুরো ঘটনাটি সাজানো ও রহস্যজনক। রিয়াজ হত্যা মামলা ভিন্নখাতে নেওয়ার পায়তারা চলছে।
সংবাদ সম্মেলনে রিয়াজ হত্যাকারীদের সনাক্ত করে গ্রেপ্তারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তার ভাই রিপন।
উল্লেখ্য, ২০১৯ সালে ১৮ এপ্রিল রাতে দলিল লেখক রেজাউল করিম রিয়াজকে তার শয়ন কক্ষে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৯ এপ্রিল কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের হয়। এ মামলায় রিয়াজের স্ত্রী লিজাকে পুলিশ গ্রেপ্তার করে। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ৮ মাস পর আদালত থেকে জামিনে মুক্তি পায় সে।