বরিশালে নারী নেত্রী আয়শা খানম স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

বরিশালে নারী নেত্রী আয়শা খানম স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট নারীনেত্রী আয়শা খানম স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই আয়োজন করে বরিশাল জেলা কমিটি।

শুক্রবার সন্ধ্যা ৬টায় নগরের শ্রীনাথ চ্যাটার্জী লেনে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা কার্যালয়ের সামনের সড়কে ওই মোমবাতি প্রজ্জলন নীরবতা পালন করা হয়।
মোমবাতি প্রজ্জ্বলের আগে প্রগতিকামী ও নারী আন্দোলনের অগ্রসৈনিক আয়শা খানমের কর্মময় জীবনী তুলে ধরেন  বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলার সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী।

মোমবাতি প্রজ্জ্বলনে অংশগ্রহণ করেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সহসভাপতি নুরজাহান বেগম, প্রফেসর শাহ-সাজেদা, সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক প্রতিমা সরকার, লিগ্যাল এইড সম্পাদক জেসমিন আক্তার, কার্যকরী কমিটির সদস্য সালমা খান, টুনু রানী কর্মকার, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার প্যানেল আইনজীবি অ্যাড. হিরণ কুমার দাস মিঠু, আইসিডি-এর উপদেষ্টা আনোয়ার জাহিদ, তরুনী সদস্য হোসনে আরা, প্লাবনী ইয়াসমিন, মুকুল। 

বাংলাদেশ মহিলা পরিষদের সদস্য ছাড়াও বরিশালের বিভিন্ন পাড়া কমিটির নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী  উপস্থিত ছিলেন।
এছাড়া ৭দিন ব্যাপী জেলা শাখা কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর চলবে।