বরিশালে বিনোদন কেন্দ্রে ভীর, প্রশাসন নির্বাক

বরিশাল নগরবাসী মরণব্যাধি করোনাভাইরাস ভয়াবহ উপেক্ষা করে বিনোদন কেন্দ্রে ভীর জমাচ্ছে। নগরীর বঙ্গবন্ধু উদ্যান, সদর রোড বিবির পুকুর এলাকা, ত্রিশগোডাউন এলাকা, মুক্তিযোদ্ধা পার্কসহ কালি জীরা ব্রীজ এলাকায় ছুটির দিনে মানুষের উপচে পরা ভীর দেখা যায়।
তবে গত বৃহষ্পতিবার বিনোদন কেন্দ্র গুলোতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নিষেধাজ্ঞা দেখা যায়।
গতকাল শুক্রবার (২১ মে) সরজমিনে দেখা যায় ,ওইসব এলাকায় বিকেলে থেকে রাত অবদি ছিলো মানুষের জনসমুদ্র। জমায়েত কিংবা ভীড় কমাতে কারো কোন বাধা দিতে দেখা যায়নি। নির্বকারভাবে ঘুরে বেড়াতে দেখা যায় ঈদ উৎসবের আমেজ মুখর মানুষদের ।
এদিকে নগরের প্রাণকেন্দ্র সদর রোড বিবির পুকুর পাড়ের কমছে না ভীড়। নাগরিকদের যথেচ্চার চলাফেরা বন্ধ হচ্ছে না। ওইসব স্থানে বিনোদন প্রমীদের মাস্ক ছাড়া সামাজিক দূরত্ব উপেক্ষা করেই তারা আনন্দ উদযাপন করছে। দেখা যায় শিশুদের নিয়েও এসব স্থানে ঘুরছে অভিভাবক।
নগরী ত্রিশ গোডাউনে বধ্যভূমির সম্মুখে বাইকের সমারোহ দেখা যায়। ত্রিশ গোডাউন এলাকায় ঘুরতে আসা সাকিব ভোরের আলোকে জানায়, বাসায় গরমে অতিষ্ঠ তাই বন্ধুদের নিয়ে আড্ডা দিতে এসেছি।
বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সাগরদীর আলামিন মোল্লা ভোরের আলোকে জানায়, বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করে ছুটির দিন থাকায় পরিবার ও শিশু নিয়ে ঘুরতে আসে।
করোনা সচেতনতায় বরিশাল জেলা প্রশাসন বিভিন্ন সময়ে অভিযান বা সচেতন করলেও এসব স্থানের বিনোদন কেন্দ্রে গতকয়েকদিন দেখা যায়নি।