বরিশালে বিমান-এর উদ্যোগে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ শীর্ষক মতবিনিময় সভা

বরিশালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুবিধাভোগীদের নিয়ে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে বরিশাল নগরীর বান্দ রোডের হোটেল গ্র্যান্ডপার্কে এই সভা অনুষ্ঠিত হয়।
‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আবু সালেহ মোস্তফা কামাল।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে এবং মহাব্যবস্থাপক (মুদ্রণ ও প্রকাশনা) শাকিল মেরাজের সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিমানের সুবিধাভোগী এবং বিভিন্ন ট্রাভেল এজেন্টরা বরিশাল রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লাভজনক করতে নানা পরামর্শ এবং মতামত দেন।
সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন) ও বিমান এথিকস কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদ বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বিশ্ব মানের করার চেষ্টা চলছে। সেবা প্রদান উন্নত করা হয়েছে। এর অংশ হিসেবে বিমানের সময় সূচি যথাযথভাবে মানা হচ্ছে। তাই ফ্লাইট শিডিউল অব্যাহত রাখার জন্য যাত্রীদের সহযোগিতা প্রয়োজন। অভ্যন্তরীণ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের ফ্লাইট শিডিউলের কমপক্ষে ৩০মিনিট আগে বিমানবন্দরে রিপোর্ট করতে হবে। ফ্লাইট গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবে পূর্ব ঘোষিত নির্ধারিত সময়ে। কোনো যাত্রীর জন্য সে যত বড় ক্ষমতাশালী কিংবা প্রভাশালী হোক না কেন কারও জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সিডিউলের কোন ব্যাতয় হবে না বলে ঘোষণা দেন তিনি।
সভায় প্রধান অতিথি বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আবু সালেহ মোস্তফা কামাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারীসহ যাত্রীদের শুদ্ধাচার অর্থাৎ ভালো ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর গুরুত্বারোপ করেন।
দির্ঘ ১ বছর পর গত শুক্রবার ঢাকা বরিশাল রুটে ফের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু হয়। এই সার্ভিস টিকিয়ে রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয় সভায়। এর আগে গত বছর ২১ মার্চ সব শেষ বরিশাল বিমান বন্দরে এসেছিলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট।