বরিশালে রাতেই সমাবেশস্থল পরিপূর্ণ

নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি নেতাকর্মী ও বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে আজ ৫ নভেম্বর দুপুরে শনিবার বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির বিভাগীয় সমাবেশ।তবে সমাবেশ শুরু আগেই শুক্রবার রাতে সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীদের ঢল। সমাবেশে আসতে বাঁধা পেয়েছে তারা তবে সভাস্থল পরিপূর্ণ করেছেন।
সমাবেশে না আসতে পারার সঙ্কায় তিন আগে থেকে সমাবেশ স্থলে আসে।হোটেলে ছাড়াও বরিশাল নগরীর বাসা বাড়িতে দুইদিন আগে অবস্থান করে তারা।সমাবেশ স্থলের পুরো এলাকায় সরজমিন দেখা যায় নেতা কর্মীদের মিছিল করতে,ছোট ছোট সভা,গান করতে।
বরিশাল বঙ্গবন্ধু উদ্যান বিএনপি নেতাকর্মীদের উছ্বাসিত দেখা যায়। এদিকে বৃহস্পতিবার রাত থেকেই তাবুতে শুয়ে বসে সময় কাটাচ্ছে নেতা কর্মীরা।সমাবেশের মঞ্চের সামনে ও আশেপাশে রান্না করতে খাবার খেতেও দেখা যায় এবং বিভিন্ন ওয়াক্ত নামাজ আদায় করেছে নেতাকর্মীরা।সমাবেশ স্থলে শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায় করেন বিএনপির নেতাকর্মীরা।
বরিশালের আশপাশের জেলা ভোলা, পটুয়াখালী,বরগুনা,ঝালকাঠী, পিরোজপুর এর উপজেলা থেকেও নেতাকর্মী আগে চলে এসেছে।সমাবেশে নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষও আসছে। ভোলা জেলার মনপুরার যুবদলের কর্মী শাহিন রহমান সমাবেশ সফল করতে আগেই বরিশালে চলে এসেছেন। মাঠের এক পাশে তাবু টানিয়ে থেকেছেন গত রাত, আজ রাতও এখানেই থাকবে।
বাউফল বিএনপির কর্মী সাইদুল ইসলাম বলেন, সমাবেশে আসতে বাধা পাবো এ কারণে আমরা আগেই চলে এসেছি। দুদিন যাবত এই মাঠে অবস্থান করছি। আজ রাতও এখানে থাকব। সমাবেশ সফল করে বাড়ি ফিরব। আসার পথে নানা যায়গায় আমাদের বাধা দেয়া হয়েছে। অনেক পথ হেঁটে এসেছি আমাদের আটকাতে পারে নাই।
আমতলী যুবদলে কর্মী রেহমান জানান আমরা ৩ তারিখ সকালে বাড়ি থেকে বের হয়েছি। আমাদের বাঁধা দেয়া হয়েছে। বরিশাল প্রবেশের আগে আমাদের গাড়ির চাবি নিয়ে গেছে ও গাড়ি পুলিশ নিয়ে গেছে।
মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক জানান যত বাধা দিয়েছে বরিশাল বিভাগের বিএনপি নেতাকর্মীদের ততো ঢল নেমেছে শুক্রবার রাতেই বরিশাল বঙ্গবন্ধু উদ্যান নেতাকর্মীতে পরিপূর্ণ শনিবার দুপুরে আমরা সফল সমাবেশ করবো।
বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দিতে একদিন আগেই বরিশাল এসে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা থেকে বেসরকারি একটি বিমানে মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় তিন নেতা বরিশালে আসেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গণসমাবেশের আপ্যায়ন উপ-কমিটির প্রধান মেজবাহ উদ্দিন ফরহাদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আব্দুল মঈন খান। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে থেকেই বরিশালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এজেডএম ডা. জাহিদ হাসান, অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল।