বরিশালে সমাধিতে আলো জ্বালিয়ে শান্তির প্রার্থনা

বরিশালে সমাধিতে আলো জ্বালিয়ে শান্তির প্রার্থনা

হলুদ গাঁদা আর লাল গোলাপের পাপড়ি বিছানো সমাধিতে জ্বলছে মোমমাতি-আগরবাতি। আলোয় ভরা সমাধির পাশে দাঁড়িয়ে মৃত ব্যক্তির আত্মার চিরশান্তি প্রার্থনা করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীদের স্বজনেরা।

বরিশাল নগরের সদর রোড সাহেবের গোরস্থান, অক্সফোর্ড মিশন,সাগরদী মেডিকেলের সামনের কবরস্থানে মৃতদের আত্মার শান্তি কামনায় আর্শিবাদ করে দিনটিকে পালন করেছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা।  মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যায় খ্রীষ্টানদের ধর্মীয় অনুষ্ঠান ‘অল সোলস ডে’ উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার।

মৃতের আত্মার শান্তি কামনায় প্রতিবছর পালন করা হয় এই ‘অল সোলস ডে’। প্রার্থনা শেষে সমাধিগুলোতে বর্ষিত হয় পুষ্পবৃষ্টি। প্রিয়জনদের স্মরণে জ্বালানো মোমের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় পরিবারের সদস্যরা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন পূর্বসূরিদের। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ে পারিবারিক বন্ধন আর সামাজিকতা।  

গতবছর বৈশ্বিক মহামারী করোনায় সীমিত আকারে পালন করা হলেও এ বছর বেশ জাঁকজমকপূর্ণভাবে পালন হয় ।  

ফ্রান্সিস অরুনেস পান্ডে বলেন, ২৫ ডিসেম্বরের আগে এটি আমাদের আরেকটি বড় মর্যাদাপূর্ণ দিন।মৃত স্বজনদের স্মরণ করতে দূর দূরান্ত থেকে স্বজনদের সমাধিতে ছুটে আসেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।এতে করে খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজনের সম্প্রীতি তৈরি হয়।