নতুন কারিকুলাম সংশোধন না হওয়া পর্যন্ত পুরাতন কারিকুলাম বহাল রাখাসহ ৪ দফা দাবিতে টানা ক্লাশ-পরীক্ষা এবং পেশাগত দায়িত্ব বর্জন করে পঞ্চম দিনে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
গত ৪ দিন ধরে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালনের পর গতকাল বুধবার সকাল ১০টায় বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন বরিশাল শাখার ব্যানারে নিজস্ব ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ চত্ত্বর সংলগ্ন বান্দ রোডে একই দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা।
বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন বরিশাল শাখার সভাপতি আব্দুল্লাহ-আল মামুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নাসির্ং কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অপু রায়হান খান, শাওন চক্রবর্তী, রিজন রায় প্রমূখ।
বক্তারা নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস ‘বিসিএস সেবা’ চালু, নার্সিং শিক্ষার্থীদের ৬ হাজার টাকার ইন্টার্ন ভাতা ২০ হাজার টাকায় উন্নীতকরণ ও ২ হাজার টাকার স্টাইপেন্ড ৫ হাজার টাকায় উন্নীত করা, সকল নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্রাকটিস নার্স পদ সৃষ্টি ও পূরণ করা এবং নতুন কারিকুলাম সংশোধন না করা পর্যন্ত পুরাতন কারিকুলাম বহাল রাখার দাবি জানান।
ওই দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাশ-পরীক্ষা ও পেশাগত দায়িত্ব বর্জন অব্যাহত রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। মানববন্ধন শেষে ফের বিক্ষোভ মিছিল সহকারে ক্যাম্পাসে ফিরে যায় তারা।