বরিশাল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৭ সেপ্টেম্বর সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ‘ট্রেনিং অন গুড গর্ভানেন্স এন্ড অফিস ম্যানেজমেন্ট’ বিষয়ের ওপর এই কর্মশালার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। কর্মশালায় তথ্যজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন।

ববি’র আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. রহিমা নাসরিনের সঞ্চালনায় প্রথম সেশনে বিশ্ববিদ্যালয়ের দপ্তর প্রধানগণ ও সিনিয়র কর্মকর্তাবৃন্দ এবং দ্বিতীয় সেশনে সকল বিভাগের চেয়ারম্যান এবং বিভাগের প্রশাসনিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।