বরিশাল সিটি মেয়রের মায়ের রুহের মাগফেরাত কামনায় নগর ভবনে বিশেষ দোয়া-মোনাজাত

বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ’র মা ১৫ আগস্ট কালো রাতের সাক্ষী ঘাতকের বুলেটবিদ্ধ মরহুমা সাহানআরা বেগমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করেছে সিটি করপোরেশন।
আজ বৃহস্পতিবার বাদ জোহর নগর ভবনে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ানুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, ১ নম্বর প্যানেল মেয়র গাজী নাইমুল হোসেন লিপু ও ২ নম্বর প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন সহ কাউন্সিলর, কর্মককর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিটি মেয়রের মা মরহুমা সাহানআরা বেগমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
গত ৮ জুন রাত সাড়ে ১১টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ১৫ আগস্ট কালো রাতের সাক্ষী ও ঘাতকের বুলেটবিদ্ধ হয়ে প্রানে বেঁচে যাওয়া সাহানআরা বেগম। ওই দিন তার কোলে থাকা শিশু পুত্র সুকান্ত আবদুল্লাহ ও শ্বশুড় তৎকালীন মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত সহ ওই পরিবারের অনেকেই শহীদ হন।