বিজিবির সঙ্গে ‘গোলাগুলিতে’ দুই রোহিঙ্গা নিহত

কক্সবাজারের উখিয়া উপজেলা সংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘গোলাগুলিতে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছেন।
রোববার দিবাগত মধ্যরাতে সীমান্ত পিলার-৪০ হতে আনুমানিক ৩ কিলোমিটার দূরে বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ঘুমঘুম ইউনিয়নের চাকমাপাড়া ব্রীজের পূর্ব পাশের পাহাড়ের ঢালুতে এ ঘটনা ঘটে।
বিজিবির দাবি, নিহতরা মাদক কারবারি। তাদের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা, দুইটি একনলা বন্দুক, চার রাউন্ড কার্তুজ ও দুই রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই বিজিবি সদস্য আহত হয়েছেন।
নিহতরা হলেন- কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ এর ব্লক বি/৩ এর ফোরকান আহমদের ছেলে জোবায়ের (২৮) ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ এর ব্লক সি এর মৃত আমির হামজার ছেলে দীল মোহাম্মদ (২৫)।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজারের ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারি পরিচালক মো. ইয়ার হোসেন।
তিনি জানান, গোপন সূত্রে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান আসার খবর পেয়ে বিজিবির রেজুপাড়া বিওপির একটি দল সেখানে অভিযান চালায়। মধ্যরাতে পাঁচ-ছয় জনের একটি দলকে পাহাড়ি এলাকা দিয়ে বাংলাদেশে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।
এ সময় অনুপ্রবেশকারীরা দুই ভাগে বিভক্ত হয়ে বিজিবি সদস্যদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক কারবারিরা জঙ্গলের ভেতরে পালিয়ে যায়।
পরে ঘটনস্থাল থেকে দুই জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত দুই বিজিবি সদস্যকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান সহকারি পরিচালক মো. ইয়ার হোসেন।
ভোরের আলো/ভিঅ/০৮/০২/২০২১