বিজিবি-বিএসএফ বৈঠকে যেসব বিষয় তুলে ধরা হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক সীমান্ত হত্যা, অসম চুক্তি পর্যালোচনা, এবং দুই দেশের মধ্যে আস্থা ফেরানোর ওপর গুরুত্ব দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে সীমান্ত বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, ভারতের গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে মিথ্যা সংবাদ প্রকাশ বন্ধ, সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া ও নির্মাণকাজে আন্তর্জাতিক নিয়ম মেনে চলা, অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা, এবং ফেনী অঞ্চলে ভারতীয় বর্জ্য অপসারণের বিষয়েও আলোচনা হবে।
সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা