বিডি ক্লিন বরিশালের উদ্যোগে নগরীর চৌমাথা লেকের চারাপাশে পরিস্কার পরিচ্ছন্নতা অভিজান
ajkalerbarta
Jun 29, 2019 - 18:28
Updated: Jun 29, 2019 - 18:27
বিডি ক্লিন বরিশালের উদ্যোগে বরিশাল নগরীর চৌমাথা লেকের চারাপাশে পরিস্কার পরিচ্ছন্ন অভিজান পরিচালনা করা হয়।
গতকাল ২৮ জুন শুক্রবার বিকাল ৪টার সময় বিডি ক্লিন বরিশালের উদ্যোগে বরিশাল নগরীর চৌমাথা লেকের চারাপাশ পরিস্কার পরিচ্ছন্ন অভিজান পরিচালনা করা হয়।
এ পরিস্কার পরিচ্ছন্ন অভিজানে অংশগ্রহণ করেন বিডি ক্লিন বরিশালের প্রায় ৫০ জন মেম্বার।
পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন বিডি ক্লিন বরিশালের সহঃ সমন্বয়ক মোঃ সাইফুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক বিভাগীয় সমন্বয়ক ইব্রাহিম মাসুম, বর্তমান জেলা সমন্বয়ক কাজী সাইফুল ইসলাম, এবং বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক প্যানেলে মেয়র সাঈদ গোলাম মাহবুব।
পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ গ্রহন করেন বিডি ক্লিন বরিশালের (আইটি ও মিডিয়া) বিষয়ক অতিরিক্ত সমন্বয়ক তানভীর খান, (লজিস্টিক) বিষয়ক অতিরিক্ত সমন্বয়ক জায়েদ ইরফান।
এছাড়া সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাবেরি জাহান, সুমাইয়া আফরিন, তিথি দেবনাথ, আশিক কুন্ডু, তানজীম শাহরিয়ার, মোঃতুহিন আকন, এস আলম জনি, মারিয়া কাম্পু, মৌসুমী শর্মা, মোঃফেরদৌস, শুভ, শারমিন সুলতানা, রাইয়ান, ইলিয়াছ, রোজানা তাবাচ্ছুম, অপূর্ব চৌধুরী, হাসিব, মোছাদ্দেক, রুমি, রাকা, সায়েদ জুবায়ের, তৌহিদুল আশিক, বাকি বিল্লাহ, লাইজু,শাওন অরন্য, ইব্রাহিম, অমি, ববি, অর্নব বিশ্বাস, ইব্রাহিম মাসুম, প্রদীপ দেব নাথ, জয় অধিকারী, মাঈদুল ইসলাম, কাজী সাইফুল, দিলশান আজম রাজ, রাশেদ ইমরান, নিয়াজ, শাবনুর সেরনিয়াবাত, ইমরুল সহ আরো অনেকে।
বিডি ক্লিন বরিশালের সদস্যদের শপথ গ্রহনের মাধ্যমে আজকের পরিস্কার পরিচ্ছন্ন অভিজান শুরু হয়। শপথ বাক্য পাঠ করান নবাগত সদস্য আওলাদ খান।
বিডি ক্লিন বরিশালের বিভাগীয় সহঃ সমন্বয়ক সাইফুল ইসলাম বলেন, বরিশাল বাসির এখন একটাই চেতনা
বরিশাল হবে সর্ব প্রথম দেশের সেরা পরিচ্ছন্ন মডেল নগরী। সবাইকে জানিয়ে দিতে চাই যত্রতত্র ময়লা আর নয় এখনই বদলে যাওয়ার সময়।
আমি বদলাবো আপনি বদলাবেন দেশ বদলাবে তাহলেই গড়ে উঠবে স্বপ্নের বাংলাদেশ।