ব্যতিক্রমী আয়োজন উত্তরণের জৈষ্ঠ্য উৎসব ও বর্ষাবরণ

ব্যতিক্রমী আয়োজন উত্তরণের জৈষ্ঠ্য উৎসব ও বর্ষাবরণ

দেশি ফলের সঙ্গে পরিচিতি, ফল খাওয়ার ফাঁকে ফঁকে কথা, নাচ, গান, আবৃত্তির  ও বর্ষা বন্দনার মধ্যে দিয়ে  উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ৩১তম জৈষ্ঠ্য উৎসব ও বর্ষাবরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুন)  বেলা ১১ টায় শুক্রবার (১০ জুন) সকাল সকাল সাড়ে ১০ টায়  সরকারি ব্রজমোহন কলেজ প্রাঙ্গণে উত্তরণ নিজ কার্যালয় উত্তরণ সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের উদ্ভোধন হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ সাংস্কৃতিক সংগঠন এর প্রধান উপদেষ্টা ও সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, সরকারি ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ্য এ.এস.এম কাউয়ুম উদ্দিন আহমেদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদরে সভাপতিমন্ডলীর সদস্য ও বাচিক শিল্পী আজমল হোসেন লাবু, উদীচী বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ, সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, বরিশাল নাটকের সভাপতি কাজল  ঘোষ, উত্তরণের উপদেষ্টা মিন্টু কর, তপন কুমার সাহা, দেবাশীষ কুন্ড, উত্তরণের সভাপতি জুবায়ের হোসেন শাহেদ, সাধারণ সম্পাদক, শাকিল আহমেদসহ উত্তরণ এর সাবেক ও বর্তমান সদস্য কর্মীবৃন্দ। 

এমন ব্যতিক্রমী  আয়োজনের মধ্যেদিয়ে উত্তরণ দেশি ফলের সঙ্গে সকলেকে পরিচিত করিয়ে দেয় এবং সেই সঙ্গে হারানো দেশি ফলের জাত সংরক্ষের দাবি জানায় বক্তারা।