ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন ভেঙে জানাজায় মানুষের ঢল

করোনার বিস্তার ঠেকাতে দেশকে কার্যত লকডাউনের মাধ্যমে স্থবির করে রাখা হয়েছে। জানাজাসহ সব ধরনের জনসমাগম এড়াতে বারবার বলা হয়েছে। তবে এতে যেন কিছুতেই কিছু হচ্ছে না ব্রাহ্মণবাড়িয়ায়।
লকডাউনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকের পা কেটে নিয়ে আনন্দ মিছিলের পর এই জেলায় এবার এক আলেমের জানাজায় জড়ো হয়েছে লক্ষাধিক মানুষ।
শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মার্কাসপাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইসলামি আলোচক আল্লামা মাওলানা যুবায়ের আহমদ আনসারী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসা প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। তবে মাদ্রাসা প্রাঙ্গণে জায়গা সংকুলান না হওয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশেও হাজার হাজার মানুষ জানাজায় শরিক হন।
একদিকে বিশ্বরোড মোড় হয়ে সরাইলের মোড় পর্যন্ত অন্যদিকে আশুগঞ্জে কাছাকাছি গিয়ে ঠেকে লোকজন। এছাড়া ওই এলাকার বিভিন্ন ভবনের ছাদেও মানুষের উপস্থিতি দেখা গেছে।
লকডাউনের মধ্যে জানাজায় এত মানুষের উপস্থিতি সবাইকে হতবাক করেছে। দেশের করোনার সংকটকালীন মুহূর্তে এমন কাণ্ডজ্ঞানহীন আচরণের সমালোচনায় সরব হয়েছে সামাজিক মাধ্যম। প্রশ্ন উঠেছে আলেম এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও।
পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমান বলেন, জানাজার আগে মাদ্রাসা কর্তৃপক্ষ পুলিশকে নিশ্চিত করেছিল জানাজায় লোক সমাগম বেশি হবে না।
তিনি বলেন, জানাজার সময় তার ভক্ত-অনুরাগীরা আসা শুরু করলে পুলিশের পক্ষ থেকে বারবার সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হয়। কিন্তু জানাজায় আসা মানুষ কারও কথা শোনেনি।