ভাণ্ডারিয়ায় ভ্যাকসিন কর্মসূচি শুরু

ভাণ্ডারিয়ায় রবিবার (৭ফেব্রুয়ারী) উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রামন কভিড-১৯ ভ্যাকসিন টিকা দান কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়। এ উপলক্ষে স্বাস্থ্য বিভাগ মিলনায়তনে এক আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকতার্ ডাঃ ননী গোপাল রায় এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার মো. নাজমুল আলম নবীন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর মো গোলাম সরওয়ার জোমাদ্দার,গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী ও মো. ছিদ্দিকুর রহমান প্রমূখ। গুজব না ছড়িয়ে এবং বিভিন্ন স্থানে অবৈজ্ঞানিক ব্যাখার উপর আস্থা না রেখে বিজ্ঞান সম্মত ব্যাবস্থার উপর আস্থা এনে টিকা দানে সকলকে উদ্ভুদ্ধ করার অনুরোধ জানানো হয়।
পরে স্বাস্থ্য কমপ্লেক্সের কভিড-১৯ ভ্যাকসিন টিকা দান বুথে উপজেলা নিবার্হী অফিসার মো. নাজমুল আলম নবীন টিকা গ্রহন করে টিকা দান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। এসময় পযার্য়ক্রমে টিকা গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকতার্ ডাঃ ননী গোপাল রায়,উপজেলা কৃষি কর্মকতার্ আব্দল্লা আল মামুন, আর এম ও ডাঃ বেল্লাল হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকতার্ মো. জহিরুল আলম,উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু তালুদার,স্বাস্থ্য কমর্ী ফাহিমা আক্তার, বিজন কুমার বেপারী ,মমতা বেপারী,মো. তুহিন তালুকদার,ইমাম মো.আব্দুস ছালাম সহ ৫১জনে শুরুর দিনে প্রথম ডোজ ভ্যাকসিন গ্রহন করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকতার্ ডাঃ ননী গোপাল রায় জানান, জেলা সিভিলসার্জন কাযার্লয় থেকে এ হাসপাতালে মোট ৪হাজার ৭৯০ডোজ ভ্যাকসিন পাওয়া গেছে।
রবিবার পর্যন্ত ৩৯২জন রেজিস্ট্রেশন করেছে তার মধ্যে উদ্ধোধনীর দিনে বিভিন্ন শ্রেণি পেশার যে ৫১জন এ টিকা গ্রহন করেছেন তিনি (টিএইচএ)সহ সবাই সুস্থ্য আছেন । স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এ হাসপাতালে পযার্য়ক্রমে ২হাজার ৪শ জনকে প্রথম ডোজ দেয়া হবে। এবং প্রথম ডোজের ২৮দিন পর দ্বিতীয় ডোজ দেয়া হবে।