মঠবাড়িয়ায় ব্যবসায়ীর ওপর দুর্বৃত্তদের হামলা,টাকা ছিনতাই

পিরোজপুরের মঠবাড়িয়ায় সেলিম হাওলাদার নামে এক বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার এক সপ্তাহ পার হলেও পুলিশ ছিনতাইকারিদের সনাক্ত করতে পারেনি। হামলার শিকার সেলিম হাওলাদার মঠবাড়িয়া থানার সামনে ওষুধ ও বিকাশ ব্যবসা করে আসেছে।
আহত সেলিম হাওলাদার জানান, প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির কাছাকাছি উপজেলার গুলিশাখালী রোডস্থ মুন্সি বাড়ির সামনে পৌঁছালে ওৎ পেতে থাকা মুখোশধারী ৪-৫ জন দূর্বৃত্ত তার মুখ চেপে ধরে এলোপাথারী পিটিয়ে সাথে থাকা ৩ লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে তিনি স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমিক চিকিৎসা নেন। ঘটনার পরের দিন অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিলেও মঙ্গলবার (১মার্চ) দুপুরে বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, দুর্বৃত্তদের সনাক্ত ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।