মাহিলারা, গৌরনদী, বার্থীর রাস্তায় যানজট নিরশনে অবৈধ স্থাপনা উচ্ছেদের নোটিশ

পদ্মা সেতু স্থাপনার পরে ঢাকা-বরিশাল মহাসড়কের দুপাশের রাস্তায় অবৈধ স্থাপন উচ্ছেদের মৌখিক নোটিশ প্রদান করেন বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, গৌরনদী পৌরসভার মেয়র হারিচুর ইসলাম হারিস।
বৃহস্পতিবার বিকেলে উজিরপুর, মহিলারা,বার্থী ও টরকি এলাকায় এই কার্যক্রম করা হয়েছে। গৌরনদীর প্রধান সড়কের দুই পাশে বাসস্ট্যান্ড স্থানান্তর করা হবে বলে জানিয়েছে মেয়র।
কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন রোডস এর এক্সইএন,পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন।