মিন্নির গ্রেপ্তার ও রিমান্ড দাবি রিফাতের বাবার

মিন্নির গ্রেপ্তার ও রিমান্ড দাবি রিফাতের বাবার
বরগুনা পৌর শহরের কলেজ রোড এলাকায় প্রকাশ্য দিবালোকে শাহনেওয়াজ রিফাতকে (রিফাত শরীফ) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করেছেন তার বাবা আবদুল হালিম দুলাল শরীফ। এ মামলায় ১২ জনকে আসামি করেন তিনি। তখন তিনি রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির এ খুনে জড়িত থাকার কিছু খুঁজে পাননি। তবে সম্প্রতি কয়েকটি ভিডিও ফুটেজ প্রকাশের পর বিভিন্ন অনলাইনে মিন্নিকে এ খুনে জড়িত সন্দেহে প্রচার চালানো হয়। এরপর শনিবার রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ অভিযোগ আনেন মিন্নির বিরুদ্ধে। তিনি তাকে গ্রেপ্তার ও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের দাবি জানান। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিন্নিকে গ্রেপ্তারে এখন পর্যন্ত পুলিশের কাছে তিনি কোনো অভিযোগ করেননি বলে জানান। শনিবার রাত ৮টায় বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নিহত রিফাত শরীফের বাবা অভিযোগ করেন, রিফাত হত্যার ভিডিও ফুটেজ দেখে তিনি ধারনা করছেন তার ছেলেকে হত্যায় স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি জড়িত। মিন্নি তার স্বামীকে রক্ষা করতে হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা না করে, রিফাতকে যদি জড়িয়ে ধরত তাহলে তার ছেলে নির্মম হত্যার শিকার হতো না। সংবাদ সম্মেলনে রিফাতের বাবা দুলাল শরীফ প্রশ্ন করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটেজে দেখা যায়, আসামীরা মিন্নির ওপর চড়াও হয়নি এবং মিন্নি কোনোভাবে আক্রান্ত হয়নি। কেন মিন্নি আক্রান্ত হয়নি? সংবাদ সম্মেলনের বক্তব্য কারো দ্বারা প্ররোচিত হয়ে দিচ্ছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন, তিনি নিজের উপলদ্ধি থেকে সাংবাদিকদের সামনে হাজির হয়েছেন। রিফাত হত্যা মামলার প্রধান স্বাক্ষি মিন্নিকে অভিযুক্ত করায় মামলার ক্ষতি হবে কি না প্রশ্ন করলে তিনি বলেন, আমি আমার ছেলের হত্যার বিচার চাই।