মুলাদীতে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী

মুলাদীতে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী

 

স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ স্লোগান নিয়ে মুলাদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

মুলাদী উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল কার্যালয় প্রাঙ্গণে শনিবার দিনব্যাপী এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কিবরাজের সভাপতিত্বে প্রদর্শনীতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরিফ হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহ পরান। তিনি বেকার যুবকদের উদ্দেশ্যে বলেন, তোমরা চাকুরীর পিছনে না ঘুরে উদ্যোক্তা হতে হবে, খামার গড়ে তুলতে হবে। তাহলে নিজের পাশাপাশি দেশের সফলতা আসবে। 

প্রদর্শনীতে ১৫/২০টি স্টল স্থান পায়। প্রদর্শনীতে গবাদি পশু গরু পালনে শেষ্ঠ খামারি রিয়াজুল ইসলাম সুমন মল্লিক ১ম, মোঃ মেহেদী হাসান মাসুদ ২য়, জাহাঙ্গীর হাওলাদার ৩য়, ছাগল পালনে মোঃ রাকিব মল্লিক ১ম, সাংবাদিক রাসেল মল্লিক ২য়, মুরগী পালনে হাওয়ানুর বেগম ১ম, হাঁস পালনে রফিকুল ইসলাম আলম খানকে পুরস্কৃত করা হয়। খামারীরা বলেন, প্রতিবছর এধরনের মেলার আয়োজন করায় গবাধী পশু পালনে উদ্ধোক্ত বৃদ্ধি পাচ্ছে।