মুলাদীতে নিরাপদ খাদ্য দিবস পালিত

জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে ’সবাই মিলে হাত মেলাই-নিরাপদ খাদ্য নিশ্চিত চাই’ স্লোগানকে সামনে রেখে মুলাদীতে র্যালী করেছে উপজেলা প্রশাসন। রবিবার বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এসময় র্যালীতে উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস, কৃষি কর্মকর্তা রেজাউল আহসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ সালাম, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, খাদ্য কর্মকর্তা শামচ্চুদ দোহার, উপ খাদ্য পরিদর্শক বেল্লাল হোসেন, মুলাদী খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সিদ্দিকুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আল মাহমুদ, অফিস সহকারী মনিরুজ্জামান সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।