মুলাদী সফিপুর ইউনিয়নে বন্যায় পানিবন্দি পরিবারের মাঝে ত্রান বিতরন

বরিশাল জেলার মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের বন্যার পানিতে তলিয়ে যাওয়া ১৫০ জন পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস। বন্যার পানির কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য চাল, ডাল, তেল আলু, শুকনো খাবার সহ বিভিন্ন খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেন।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৪ টায় সফিপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ত্রান সামগ্রী বিতরন করা হয়।
ওই সময় উপস্থিত ছিলেন, সাহা নুর জামান, উপজেলা সহকারী কমিশনার ভূমি, সফিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আবু মুসা (হিমু মুন্সী), ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি নুরু মল্লিক সম্পাদক সিদ্দিক মল্লিক ও ইউপি সদস্যবৃন্দ।
সফিপুর ইউনিয়নে চেয়ারম্যান আবু মুসা (হিমু মুন্সী) বলেন, বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মুখে হাসি ফুটানোর জন্য ইউএনও স্যারের নির্দেশনা পালন করেছি। যতদিন আল্লাহ তায়ালা বেঁচে রাখেন ততদিন সফিপুর ইউনিয়নের জনগনের পাশে থেকে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।