ময়মনসিংহ-এর ঘটনায় বরিশালে বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের প্রতিবাদ
ময়মনসিংহ-এ গফরগাঁও সরকারী কলেজে কর্মরত বিসিএস সাধারন শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণের উপর সন্ত্রাসী হামলা, লাঞ্ছনা ও কুটুক্তির প্রতিবাদে এবং কর্মস্থলে নিরাপত্তা দেওয়ার দাবী জানিয়ে ঘন্টাব্যাপি কর্ম বিরতী ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারী বরিশাল কলেজ ইউনিট।
রোববার (১২ই) জুন বেলা সকাল ১১টায় নগরীর কালিবাড়ি রোড সরকারী বরিশাল কলেজ গেটে বিসিএস সাধারন শিক্ষা সমিতির ব্যানারে কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিসিএস সাধারন শিক্ষা সমিতি বরিশাল কলেজ ইউনিট সভাপতি প্রফেসর মো. আব্বাস উদ্দিন, সরকারী বরিশাল কলেজ ইউনিট সম্পাদক মো. আলমগীর হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক আবদুস সামাদ, সরকারী বরিশাল কলেজ সহযোগী অধ্যাপক লতিফা আখতার, এস.এম নাসির উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা বিভাগের শিক্ষক বৃন্দ।
যে সকল সন্ত্রাসী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের উপর নাক্যারজনক হামলা চালিয়ে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত যথাযত ব্যবস্থা গ্রহন করার জন্য সরকারের প্রতি দাবী জানান বক্তারা।