যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি বাসা থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ইমন (৩২) নামের যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের মো. মহসিনের ছেলে ইমন। এক সন্তানের জনক ইমন নিউমার্কেট কাজী অফিস গলির একটি বাসার দোতালায় থাকতেন।
ইমনের বন্ধু আলমগীর হোসেন জানান, ইমন পেশায় প্রাইভেটকার চালক ছিলেন। ৬/৭ জন মিলে তারা নিউমার্কেট কাজী অফিস গলিতে একটি বাসায় ভাড়া থাকতেন।
শনিবার দুপুরে তিনি কাজ শেষে বাসায় যান। তখন বাসায় কেউ ছিল না। রাত আটটার দিকে অন্য রুমমেটরা বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান।
পরে তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে তাকে ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসক তাকে রাত দেড়টায় মৃত ঘোষণা করেন।
ইমনের গলায় ফাঁস দেওয়ার কারণ জানাতে পারেনি কেউ।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় ঘটনাটি জানানো হয়েছে।
ভোরের আলো/ভিঅ/১৩/১২/২০২০