শহীদ আলতাফ মাহমুদ স্মরণানুষ্ঠান

শহীদ বুদ্ধিজীব ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের অমর সুরকার আলতাফ মাহমুদের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় শহীদ আলতাফ মাহমুদ সংগীত বিদ্যালয় নিজ ভবনে অনুষ্ঠিত হয়।
শহীদ আলতাফ মাহমুদ সংগীত বিদ্যালয়ের সভাপতি এস.এম ইকবালে সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের ৪৮ তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এএম জি কবির ভুলু, বিশেষ অতিথি ছিলেন এ কে এম মোর্তুজা (শামচু), বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, অ্যাডভোকেট সৈয়দ আজমল হোসেন শামীম, শহীদ আলতাফ মাহামুদ সংগীত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় সেন, সুনীল চন্দ্র রায় প্রমুখ।
বক্তারা বক্তব্যে বলেন, বরিশাল নগরের হাসপাতাল রোডে শহীদ আলতাফ মাহমুদ এর নামে থাকা ভবনটি তার স্মৃতি বহন করে চলেছে। তবে সংস্কার ও সংরক্ষণের অভাবে ভবনটি জড়াজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ওই ভবন এলকায় শহীদ আলতাম মাহমুদের নামে একটি অডিটোরিয়াম, গবেষণাগার ও লাইব্রেরি করার জন্য মাননীয় প্রধান মন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার প্রতি আহবান জানান তারা।
তারা বলেন, আলতাফ শাহমুদ একজন ভাষা সৈনিক ছিলেন। তিনি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফ্রেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি এই গানসহ অনেক জাগরণী গানের সুরকার, ও লেখক। মুক্তিযুদ্ধে ক্রার্ক প্লাটুনের একজন সক্রিয় যোদ্ধা ছিলেন শহীদ আলতাফ মাহমুদ। আজকের এই দিনে তাকে পাকিস্তানী হানাদার বাহিনীর তার ঢাকাস্থ বাসা থেকে মুক্তিযোদ্ধাদের বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ আটক করে নিয়ে যান। পরে তার কোন খোঁজ পাওয়া যায়নি। শহীদ বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধা ভাষা সৈনিক আলতাফ মাহমুদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আলতাফ মাহমুদ সংগীত বিদ্যালয়ের সাধারন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল উদ্দিন (হারুন)।