শেখ হাসিনার জন্য অধিকার ফিরে পেয়েছি : খোকন সেরনিয়াবাত

শেখ হাসিনার জন্য অধিকার ফিরে পেয়েছি : খোকন সেরনিয়াবাত

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ নির্বাসন শেষে বাংলার মাটিতে ফিরে আসেন শেখ হাসিনা। আর তিনি দেশে ফিরে এসেছিলেন বলেই আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, আমরা মানুষের অধিকার ফিরে পেয়েছি বলে মন্তব্য করেন আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত।

বুধবার (১৭ মে) বেলা ১১ টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নগরীর সার্কিট হাউসের বিপরীতে মেয়র প্রার্থীর নির্বাচনী প্রধান কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

খোকন সেরনিয়াবাত আরো বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা যেদিন ফিরে এসেছিলেন সেদিন প্রকৃতিও অঝোর ধারায় কেঁদেছিল। সেদিন এয়ারপোর্টে লাখ লাখ জনতার মুখে স্লোগান ছিল- “ঝড় বৃষ্টি আঁধার রাতে, শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে”। শেখ হাসিনা এদেশের মাটিতে পদার্পণ করে বলেছিলেন- “আমার হারানোর কিছু নাই, পিতা-মাতা-ভাই, আত্মীয় হারিয়ে আমি বাংলার জনগণের কাছে ফিরে এসেছি।’’ সেদিন শত বাধাও শেখ হাসিনাকে থামাতে পারেনি। তিনি ঠিকই গণতন্ত্রকে উদ্ধার করতে ফিরে এসেছিলেন।’

মহানগর যুবলী‌গের অহবায়ক নিজামুল ইসলাম নিজা‌মের সভাপ‌তি‌ত্বে ও যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন এর সঞ্চালনায় আলোচনায় আরও অংশ নেন মহানগর আওয়ামীলী‌গের সহ সভাপ‌তি  এ‌্যাড. আফজালুল ক‌রিম, এ‌্যাড. কে বি এস আহ‌ম্মেদ ক‌বির, এ্যাড. লস্কর নুরুল হক, এ্যাড. আনিচ উ‌দ্দিন শহিদ, কে‌ন্দ্রিয় আওয়ামীলীগ নেতা  এ‌্যাড. বলরাম পোদ্দার, জেলা শ্রমিকলী‌গের সভাপ‌তি মোঃ শাহজাহান হাওলাদার,  কেন্দ্রিয় যুবলী‌গের সদস‌্য ও ব‌রিশাল মহানগর ছাত্রলী‌গের সা‌বেক সাধারন সম্পাদক অসীম দেওয়ান, মহানগর ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি জ‌সিম উ‌দ্দিন ও বিএম ক‌লেজ ছাত্র সংস‌দের সা‌বেক ভি‌পি মঈন তুষার প্রমুখ।

অন্যদিকে দিবসটি উপলক্ষে নগরীর সোহেল চত্বর সংলগ্ন আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।এতে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস, উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমুখ।