শেখ হাসিনা গোষ্ঠীতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সালমান এফ রহমান কারাগার থেকে ঝাড়ফুঁক পাঠাচ্ছেন : রুহুল কবির

শেখ হাসিনা গোষ্ঠীতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সালমান এফ রহমান কারাগার থেকে ঝাড়ফুঁক পাঠাচ্ছেন  : রুহুল কবির

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, গত দেড় দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারসহ দেশে একটি গোষ্ঠীতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তিনি আরও বলেন, বর্তমানে শেখ হাসিনা পাশের দেশ থেকে কর্মসূচি ঘোষণা করছেন এবং কারাগারে থাকা সালমান এফ রহমানও সেখানে থেকে ধ্যানধারণার মতো কিছু পাঠাচ্ছেন।

রিজভী সাংবাদিকদের বলেন, সালমান এফ রহমান মাঝে মাঝে কারাগার থেকে এসব নির্দেশ পাঠাচ্ছেন, বিশেষত যখন শ্রমিকরা আন্দোলন করছেন। তিনি বলেছিলেন, "আমরা জানি না তাদের বিচার প্রক্রিয়া কীভাবে চলছে, কিন্তু তারা যেভাবে বাইরে এসে এই ধরনের কথা বলছে, নিশ্চয়ই তাদের সহায়তা দেওয়া হচ্ছে।"

তিনি রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এ অনুষ্ঠিত একটি আলোচনা সভায় এসব মন্তব্য করেন। সভাটি ছিল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে, যেখানে বিএনপির নেতারা অংশ নেন।

রিজভী আরও বলেন, শেখ হাসিনার সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর কারাগারে অত্যাচার চালাচ্ছে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্যাতন করছে। তিনি দাবি করেন, শেখ হাসিনার নির্দেশে অনেক নেতাকে গুম, খুন করা হয়েছে।

তিনি আওয়ামী লীগের সরকারের সংস্কার প্রচেষ্টার সমালোচনা করে বলেন, সরকার নতুন সংস্কারের নামে সময়ক্ষেপণ করছে, যা ফ্যাসিবাদ পুনরায় প্রতিষ্ঠা হতে বাধা দেবে না। রিজভী বলেন, “এমন সংস্কার আনুন, যাতে ফ্যাসিবাদের কবর রচনা হয়।”

রিজভী তার বক্তব্যে জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন ও মুক্তিযুদ্ধের সময়ে তার ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, "জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশবাসীকে উজ্জীবিত করেছিলেন, যা ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত ছিল।"

এছাড়া, তিনি শেখ হাসিনার কর্মকাণ্ডের তুলনা করে বলেন, "শেখ হাসিনার পরিবারকে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণ করা হচ্ছে, যা দেশের জনগণের প্রতি অসম্মান। এটা তার গোষ্ঠীতন্ত্রের প্রমাণ।"

এই আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, এ্যাবের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার, এবং অন্যান্য বিএনপি নেতারা।