সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন

সংবাদ প্রকাশ করায় দৈনিক পুনরুত্থান পত্রিকার প্রধান প্রতিবেদক নজরুল ইসলাম দয়া সহ সাংবাদিকদের বিরুদ্ধে ঢাকা, ভোলা এবং গাজীপুর আদালতে হয়রানি মূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন করা হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১ টায় শহরের নতুন বাজারে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার বিলাস দাস, ডেইলি স্টার প্রতিনিধি সোহরাব হোসেন, মানবকন্ঠের প্রতিনিধি জাকির মাহমুদ, বাংলাদেশের খবরের প্রতিনিধি মুজাহিদুল ইসলাম নান্নু, দৈনিক আমাদের নতুন সময় জেলা প্রতিনিধি আতিকুল আলম সোহেল, এশিয়ান টিভির প্রতিনিধি আবুল হোসেন তালুকদার, মোহনা টিভির প্রতিনিধি খোকন, পটুয়াখালী প্রতিদিনের সুমন, দৈনিক গনদাবীর প্রতিবেদক মো. কাইয়ুম, দৈনিক পুনরুত্থানের স্টাফ রিপোর্টার এনামুল হক মাসুদ, জেলা প্রতিনিধি মো. ফরিদ উদ্দিন, গলাচিপা প্রতিনিধি রাসেল আহমেদ সহ বিভিন্ন গণমাধ্যমের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে 'ডিজিটাল নিরাপত্তা আইনে' দায়েরকৃত মামলা খারিজ করায় বিজ্ঞ বিচারককে ধন্যবাদ। এছাড়া ঢাকা, ভোলা ও গাজীপুর আদালতে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।