সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে আওয়ামী লীগ ঘোষিত ৩ দিনের কর্মসূচি আজ বুধবার (৩১ জুলাই) শুরু হতে যাচ্ছে। ‘‘পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ, শেখ হাসিনার নির্দেশ ডেঙ্গুমুক্ত বাংলাদেশ” শীর্ষক ৩ দিন ব্যাপী কর্মসূচি আগামী ২ ও ৩ আগস্ট সারাদেশে একযোগে একই কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।
গত সোমবার দলের সম্পাদকমন্ডলীর বৈঠক শেষে ওই কর্মসূচি ঘোষণা করে দলটি। দলের ঘোষিত কর্মসূচি অনুসারে সারাদেশের সকল জেলা ও উপজেলায় এই কার্যক্রম নিতে দলীয়ভাবে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। রাজধানীতে কেন্দ্রীয়ভাবে ছাড়াও রাজধানীর প্রত্যেক ওয়ার্ডে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ওই কর্মসূচি পালন করবেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পরিচ্ছন্নতা কর্মসূচিতে সর্বাত্মকভাবে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।
জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিন আজ বুধবার সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ের পাশে জিগাতলা বাসস্ট্যান্ড সংলগ্ন ধানমণ্ডি লেকপাড় থেকে শুরু হয়ে ধানমণ্ডির বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। ওই কর্মসূচির উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। একই সময়ে রাজধানীর প্রত্যেকটি ওয়ার্ডে এবং সারাদেশে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।
মঙ্গলবার ( ২৯ জুলাই) বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে দলের এক বিশেষ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানিয়েছেন, আজ সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চালাবে আওয়ামী লীগ। কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা ধানমণ্ডিস্থ দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এবং তার আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে। একই সময় ঢাকার প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চালাবে নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। ২ আগস্ট শুক্রবার জুমার নামাজের কারণে সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত অভিযান চালাবে। আর ৩ আগস্ট সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চালবে। এই পরিচ্ছন্নতা অভিযান দায়সারা হবে না। জেলা-উপজেলা পর্যায়ে নেতারাও এই অভিযানে অংশ নিবে। এখন সংসদ অধিবেশনের কার্যক্রম চলছে না। সংসদ সদস্যরাও নিজ নিজ এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিবে