হিজলায় মেঘনা নদীতে ডাকাতির চেষ্টা কালে আটক ৫

বরিশালের হিজলায় উপজেলা ধুলখোলা ইউনিয়নে আলিগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে ডাকাতির চেষ্টা কালে হিজলা থানা পুলিশ ও হিজলা নৌ পুলিশের যৌথ অভিযানে পাঁচ ডাকাত কে গ্রেফতার করে হিজলা থানায় নিয়ে আসে এ বিষয়ে জানতে চাইলে হিজলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া জানান জাহাজের মালিক ঘটনা স্থল থেকে ১ জানুয়ারি রবিবার সকাল এগারোটার সময় ৯৯৯ কলের মাধ্যমে যানতে পেরে আমি তাৎক্ষণিক ঘটনাস্থানে চলে যাই এবং স্থানীয়দের সহযোগিতায় পাঁচজন ডাকাতকে আটক করতে সক্ষম হই।
আটককৃত দের নাম রত্তন মাঝি (৪০) সজিব মোল্লা (২২) সোহেল চৌকিদার (২০) আবুল হোসেন বেপারী(৫০) সবুজ হাওলাদার (২৪) এরা সবাই হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের বাসিন্দা মামলার বিষয়ে জানতে চাইলে তিনি জানান পুলিশ বাদী হয়ে এই মামলা চালাবে।