১ নভেম্বর রাজশাহী বিভাগে ৮ দফা দাবিতে পরিবহন ধর্মঘট

১ নভেম্বর রাজশাহী বিভাগে ৮ দফা দাবিতে পরিবহন ধর্মঘট

আগামী ১ নভেম্বর থেকে ৮ দফা দাবিতে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রাজশাহী পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি।

শনিবার বিকাল ৩ টায় বগুড়া চারমাথা সেঞ্চুরি মোটেলে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির সভা থেকে এই আহবান জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি সভাপতি আলহাজ্ব মো. আনছার আলী। 

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সভাপতি শফিকুল ইসলাম, রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাফ্ফাত মঞ্জুর (বিপ্লব), কার্যকরী সভাপতি আবু হাসান খান (রেয়ন), সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি তৌফিক হাসান ময়না, বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ্ আখতারুজ্জামান ডিউক, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার প্রমুখ। 


সভা পরিচালনা করেন যৌথ কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুল মোর্শেদ আপেল। সভায় বলা হয়, আগামী ৩১ অক্টোবরের মধ্যে ৮ দফা দাবি মেনে না নিলে আগামী ১ নভেম্বর থেকে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক অনির্দিষ্ট কালের জন্য কর্ম-বিরতি শুরু করবে।