আওয়ামী লীগ ইস্পাতের তৈরি,হাত দিলে কেটে যাবে-স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিএনপির আন্দোলনকে উদ্দেশ করে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আওয়ামী লীগে হাত দেবেন না, আওয়ামী লীগ ইস্পাতের তৈরি। হাত দিলে হাত কেটে যাবে।ৰ
তিনি শনিবার সন্ধায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘুলীয়া ইউনিয়ন পরিষদ চত্বরে দিঘলীয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বিএনপি প্রতিশ্রতি দিয়ে ভোট নিয়ে উন্নয়ন করে না। যারা কথা দিয়ে কথা রাখে না তাদের আগামী নির্বাচনে ভোট না দেবার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনার সঠিকভাবে মোকাবিলা করায় সারা বিশ্ব আমাদের প্রশংসা করেছে। যখন করোনা টিকা পাওয়া যাচ্ছিল না। তখন আমরা করোনা টিকা বিনামূল্যে ব্যবস্থা করেছি। করোনা মহামারীর সময় বিএনপি মানুষের পাশে না দাঁরিয়ে সমালোচনায় ব্যস্ত ছিল। করোনার টিকায় নাকি কিছুই উপকার হবে না। টিকার কারণেই আমাদের মৃত্যুর হার কম ছিল। আবার বিএনপি-জামায়াতের লোকই আগে টিকা নিয়েছে।
তিনি আরো বলেন, বিএনপি আমেরিকা ও বিশ্বব্যাংকের নিকট নালিশ করেছে। আমাদের যেন ঋণ না দেয়। অথচ শেখ হাসিনা সাহস নিয়ে আমাদের টাকায় মেট্রোরেল এবং পদ্মা সেতু করে দিখিয়ে দিয়েছেন। এখন বিশ্বব্যাংক আমাদের প্রশংসা করছে। আর বিরোধী দলের মুখ বন্ধ ও কালো হয়ে গিয়েছে।
দিঘলীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো গোলাম কিবরিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস ছালাম, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, দিঘুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম জুয়েল, ইউনয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমসহ আরও অনেকেই।