আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথ উদ্যোগে অভিযান

আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথ উদ্যোগে অভিযান

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সার হাটে গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এর যৌথ উদ্যোগে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মঙ্গলবার দুপুরে মোবাইল কোর্ট অভিযান করে ৩টি মামলায় ৩ জন কে মোট ৯০০০ টাকা জরিমানা  এবং ০৩ টি চায়না দুয়ারী জাল যা প্রায় ৬০০ মিটার এবং ৩০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে উপজেলা চত্বরে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনু, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম এবং মৎস্য সম্প্রসারণ অফিসার শেখর চন্দ্র সোমসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।