বরিশালে নানা আয়োজনে সমাজ সেবা দিবস পালিত

বরিশালে নানা আয়োজনে সমাজ সেবা দিবস পালিত

আলোচনা সভা, উপহার প্রদান ও বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরিশালে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। ‘মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ শ্লোগান নিয়ে  রবিবার নগরীর আমতলা সরকারী শিশু পরিবার বালিকা (উত্তর) চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, সমাজসেবা বিভাগের বিভাগীয় পরিচালক স্বপন কুমার মুখার্জী ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা। 

অনুষ্ঠানে পা হারানো ২ জনকে কৃত্রিম পা, ২ জনকে হিয়ার এইড, শিশু পরিবারের ৮ শিশুকে মেধা বৃত্তি এবং ১ জন ভিক্ষুককে একটি ভ্যান সহ ক্ষুদ্র ব্যবসার উপকরন সহায়তা দেয়া হয়। পরে সরকারী শিশু পরিবারের শিশুরা বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।