আগৈলঝাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গ্যারেজ মিস্ত্রী দগ্ধ

আগৈলঝাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গ্যারেজ মিস্ত্রী দগ্ধ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার ত্রিমুখী বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গ্যারেজ মিস্ত্রী প্রশান্ত হালদার দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সিলিন্ডার বিস্ফোরনে গুরুতর দগ্ধ প্রশান্তকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। প্রশান্ত ওই উপজেলার রত্নপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের অতুল হালদারের ছেলে।

চিকিৎসাধীন প্রশান্ত হালদার জানান, ত্রিমুখি বাজারে নিজের গ্যারেজে সাইকেল-রিক্সা মেরামতের কাজ করেন তিনি। এক ভ্যান চালক তার ভাঙ্গা ভ্যান ঝালাই করতে গ্যারেজে আসেন। গ্যাস ঝালাই দিতে গেলে আসস্মিক সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণে তার মুখমন্ডল ও দুই হাত ঝলসে যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, রোগী ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতি দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে