শাটডাউন বাস্তবায়নে সর্বস্তরের নাগরিকদের নিয়ে মেয়র সাদিকের বৈঠক

মহামারী কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সর্বাত্ম লকডাউন বাস্তবায়নে বিভাগীয়, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বরিশালের সর্বস্তরের নাগরিকদের নিয়ে বৈঠক করেছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
শনিবার বিকেলে চারটায় নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে বরিশাল সিটি করপোরেশনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহর সভাপতিত্বে সভায় ভুার্চয়াল পদ্ধতিতে সংযুক্ত হয়ে বক্তৃতা করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, সহসভাপতি অ্যাড. আফজালুল করিম, মুক্তিযোদ্ধা এমজি কবির ভুলু, মাওলানা নূরুর রহমান বেগ, মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নীরব হোসেন টুটুল, জেষ্ঠ সাংবাদিক আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সাধারন সম্পাদক ফিরদাউস সোহাগ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ^াস, সাধারণ সম্পাদক মিথুন সাহা, সাংবাদিক কাওসার হোসেন রানা, রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপনসহ অন্যরা।
সভায় বর্তমান করোনা পরিস্থিতি উদ্বেগজনক উল্লেখ করে আগাম সোমবার থেকে সারা দেশে শুরু হতে যাওয়া সর্বাত্মক শাটডাউন বাস্তবায়নে সকল নাগরকিদের প্রতি আহ্বান জানান মেয়র। মসজিদে মুসুল্লীদের মাস্ক পড়া নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইমাম ও খতিবদের সহযোগিতা কামনা করা হয়। এছাড়া ব্যাংক এবং বাজারের সময়সীমা সিমীত না করে স্বাভাবিক সময়ের মতো করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান সিটি মেয়র।
এ বিষয়ে সিটি করপোরেশনের করনীয় জানাতে আগামীকাল রোববার বেলা ১১টায় বরিশাল ক্লাব মিলনায়তনে সিটি করপোরেশনের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান মেয়র সাদিক আবদুল্লাহ।