আদর্শ ছাত্রসমাজ গড়ে তুলতে হবে : চরমোনাই পীর

চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, যারা বিগত পঞ্চাশ বছরে দেশ চালিয়েছে তাদের ওপর জনগণের আস্থা নেই। তাই আদর্শ ছাত্র সমাজ গড়ে তুলতে হবে। এক্ষেত্রে ইশা ছাত্র আন্দোলন আদর্শ সংগঠন। ইসলামী আন্দোলন বাংলাদেশের অগ্রগতি দিনদিন বেড়েই চলছে। এর কারণ হলো মরহুম শায়েখ রহ. নীতির প্রশ্নে আপোষহীন ছিলেন। সুতরাং নীতি আদর্শের প্রশ্নে আপোষহীনভাবে আমরা ইসলামকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।
রোববার সকাল ১০টায় চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আয়োজিত ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পীর সাহেব চরমোনাই ইশা ছাত্র আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মীদের সুন্নাহভিত্তিক জীবন গঠনের পরামর্শ দেন। করোনকালীন সময় ইশা ছাত্র আন্দোলনের কর্মতৎপরতার ভূয়সী প্রশংসাও করেন তিনি।
সভাপতির বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম বলেন, শিক্ষার্থী হিসেবে আমরা সত্য-মিথ্যার পার্থক্য জানি। দেশের সচেতন ছাত্রসমাজ হিসেবে দেশের ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবতে হবে। যেখানে দেশের পক্ষে কথা বলে আবরার ফাহাদকে শহীদ হতে হয় সেদেশের আগামী প্রজন্মকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের এ অগ্রযাত্রায় যদি কোনো অশুভ শক্তি বাধা হয়ে দাঁড়ায়, তবে তাদেরকে রুখে দেয়ার জন্য সচেতন ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরো বলেন, এ দেশের মানুষ বারবার ক্ষমতার পালাবদল দেখেছে। শাসনের নামে শোষণ দেখেছে। এখন দেশের মানুষ সচেতন হয়েছে। তারা এসব বুর্জোয়া শক্তিকে পরাজিত করে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে দেখতে চায়। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দেশবাসীকে সাথে নিয়ে ইসলামকে বিজয়ী করার জন্য কাজ করে যাচ্ছে।
ছাত্র গণজমায়েতে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য নূরুল হুদা ফয়েজী, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, জিএম রুহুল আমীন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমাদ আব্দুল কাইউম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মদ আল-আমীনের সঞ্চালনায় ছাত্র গণজমায়েতে আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল গাজী মুহাম্মাদ ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক এমএম শোয়াইব, প্রশিক্ষণ সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, তথ্য ও গবেষণা সম্পাদক কেএম শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আজ ১৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে চরমোনাইর তিনদিন ব্যাপী মাহফিল সমাপ্ত হবে।