বরিশালে বাজারে জুয়ার আসরে হানা দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দপ্তরীসহ ৮ জুয়ারীকে আটক করেছে পুলিশ। জুয়া খেলার টাকা এবং সরঞ্জামাদিসহ আটকের ৫ ঘন্টা পর মোটা অংকের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অবশ্য পুলিশ ঘুষ বাণিজ্যর কথা অস্বীকার করেছেন।
গত বৃহষ্পতিবার বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল বাজারে জুয়া খেলার সময় জয়ার সরঞ্জামাদিসহ তাদের আটক করা হয়।
এলাকাবাসী জানায়, উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল বাজারের আল আমিন সরদারের দোকানের মধ্যে দীর্ঘ দিন ধরে জুয়ার আসর বসিয়ে আসছিলো স্থানীয় কতিপয় প্রভাবশালী। গত বৃহস্পতিবার বিকেলে গৌরনদী থানার এসআই আসাদুল হক খানের নেতৃত্বে একদল পুলিশ মেদাকুল বাজারে আল আমিনের দোকানে অভিযান চালায়। এ সময় আল আমিনের বন্ধ দোকানের মধ্য থেকে জুয়া খেলার অর্ধ লক্ষাধিক টাকা, সরঞ্জামাদিসহ পূর্বসমসিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মাওলা সেরনিয়াবাত, পূর্বডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী মো. জব্বার, ফিরোজ, লাল মিয়া ওরফে লালো, আল আমিন সরদার, মনির হোসেন, সুমন ও সোবহানকে আটক করে। ৫ ঘন্টা পর ওই রাতেই থানায় মোটা অংকের রফাদফার পর তাদের ছেড়ে দেয়া হয় অভিযোগ উঠেছে।
এসআই আসাদুল হক খান প্রথমে জুয়া খেলার ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বললেও পরবর্তীতে বক্তব্য অস্বীকার করে বলেন, আটককৃতরা জুয়া নয় তাস খেলতে ছিল। পরে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।