ইতিহাসের সর্ববৃহ গ্যাসের খনি অবিষ্কার তুরস্কে

তুরস্কের কৃষ্ণ সাগরে ইতিহাসের সবচেয়ে বৃহৎ প্রাকৃতিক গ্যাসের খনির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শুক্রবার জাতির উদ্দেশে এক ভাষণে ৩২০ বিলিয়ন কিউবেক মিটার গ্যাসের সন্ধান পওয়ার খবর জানান ।
ড্রোন হামলার জেরে তুরস্কের রাষ্ট্রদূতকে ইরাকের তলব
তুর্কি আগ্রাসন জাতীয় নিরাপত্তাকে বিপদের মুখে ফেলেছে: ইরাক
রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ
অনুসন্ধানে পাওয়া কূপের খনন কাজ সমাপ্ত করে দেশটি যদি গ্যাস উত্তোলনে সক্ষম হয় তবে আমদানিকরা জ্বালানীর ওপর নির্ভরতা আনেকটাই হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে। সব ধরণের পরীক্ষা ও প্রকৌশল ব্যবহার করা মেষ বলে জানান এরদোগান। এটাকে বড় কোন উৎসের একটি অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আরল্লাহ চাইলে আরো খনির সন্ধান পাওয়া যাবে।
জ্বালানী শক্তি রপ্তানী করার আগ পর্যন্ত গ্যাসের সন্ধান অব্যাহত থাকবে বলে জানান তিনি। ২০১৩ সালের মধ্যে আবিষ্কৃত গ্যাস ব্যবহার শুরু করার প্রত্যাশার কথা জানান এ নেতা। তবে বিশেষজ্ঞদের মতে এ গ্যাস ব্যবহার উপযোগী করতে এ দশকের বেশি সময় লাগতে পারে এবং কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হতে পারে।