ইনকিলাবের সম্পাদক, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৌমিত্র সরকার।
শনিবার ডিএমপির গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ অ্যাক্টে ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলাটি দায়ের করেছেন বলে তিনি নিশ্চিত করেন।
ব্যারিস্টার সৌমিত্র সরকার জানান, ইনকিলাব পত্রিকায় বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রী, প্রশাসন, স্বাস্থ্যখাত এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে কটূক্তি করে সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে তাদের মানহানি হয়েছে এবং একজন পাঠক হিসেবে মামলার বাদী সংক্ষুব্ধ হয়েছেন। তাই তিনি দৈনিক ইনকিলাবের সম্পাদক বাহাউদ্দীন ও সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেছেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের বিরুদ্ধে ব্যারিস্টার সৌমিত্র সরকারের ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটি রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।