ইরানি প্রেমিকাকেই বিয়ে করলেন আলি আব্বাস জাফর

ইরানি প্রেমিকাকেই বিয়ে করলেন আলি আব্বাস জাফর

বিয়েটা সেরে ফেললেন বলিউডের জনপ্রিয় পরিচালক আলি আব্বাস জাফর। প্রকাশ্যে স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে গোটা ব্যাপারটাই জানিয়ে দিলেন এই নির্মাতা! আলি জানালেন, ‘তার স্ত্রীয়ের নাম আলিসিয়া, সে ইরানের মেয়ে কিন্তু থাকেন ফ্রান্সে। বেশ কয়েক বছর ধরেই তাদের মধ্যে সম্পর্ক।’

এই বলিউড পরিচালক আরও জানালেন, ‘করোনার জন্য আলিসিয়ার ভিসা পেতে দেরি হচ্ছিল। তাই ভিসা পেতেই আলিসিয়া ভারতে আসে, আর দেরাদুনে আমাদের নিজ বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয় খুবই স্বল্প পরিসরে ঘরোয়াভাবে।

প্ল্যানও ছিল এমনই! এদিকে, আলি আব্বাসের এই গোপন বিয়ের কথা জানতে পেরে শুভেচ্ছা জানিয়েছেন, ক্যাটরিনা কাইফ,সালমান খানের মতো তারকারা। উল্লেখ্য, সামনে মুক্তি পাবে আলি আব্বাস জাফরের প্রথম ওয়েব সিনেমা তাণ্ডব! আপাতত, এই কাজ নিয়েই এগোচ্ছেন আলি আব্বাস জাফর।

সূত্র : হিন্দুস্তান টাইমস।