এ যুগের ‘শয়তান’ মওদুদরা: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি নেতা মওদুদসহ তার সঙ্গে সংশ্লিষ্টরা এ যুগের শয়তান। তাদের জন্যই দেশটা পিছিয়ে গেছে। আইনমন্ত্রী থাকার পরও ব্যারিস্টার মওদুদ বঙ্গবন্ধু হত্যার বিচার করেননি। ব্যারিস্টার মওদুদরা আদর্শিক শয়তান।
আজ রোববার (১৮ আগস্ট) বেলা ১১টায় কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, মওদুদ আহমদ আইনমন্ত্রী থাকাকালীন বঙ্গবন্ধু হত্যার বিচার না করে আইন করে বিচার বন্ধ করেছিল। সে আইন বাতিল করা হয়েছে, তারপরও এই হত্যাকাণ্ডের বিচার হয়নি। তারা জাতীয় পার্টি করেছে, যখন এরশাদ এসেছে। পরে একনায়ক এরশাদ চলে যাওয়ার পরে গণতন্ত্রের লেবাস পড়ে বিএনপিতে চলে গিয়েছিল।
তিনি বলেন, ১৯৯৬ পর্যন্ত একটানা সামরিক শাসকদের দ্বারা দেশ পরিচালিত হয়েছে। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, তারা ততবারই ৭৫’ এর খুনি ও ৭১’ এর পরাজিত শক্তির স্বার্থ বাস্তবায়ন করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে সরাসরি জড়িত। তিনি অনেককে উসকে দিয়ে এ হত্যাকাণ্ড সংগঠিত করেন।