মঠবাড়িয়ায় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মঠবাড়িয়ায় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩ পালিত হয়েছে। “নিরাপদ জ্বালানী, ভোক্তা বান্ধব পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পৌর শহরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় শহিদ মাখনলাল দাস মিলনায়তনে উপজেলা সহকারী ভূমি কমিশনার সৈকত রায়হান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মো. নূর আলম, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মাহমুদুল হাসান, মঠবাড়িয়া থানার ইন্সেপেক্টের (তদন্ত) আব্দুল হালিম, মাদ্রাসার সুপার ওহেদুজ্জামান শাহজাহান, বনিক সমিতির সভাপতি মো. শামছুল আলম, প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, সাংবাদিক মো. রুম্মান হাওলাদার প্রমুখ।

এসময় বক্তারা ভোক্তা অধিকারের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। ভোজ্য তেল, জ্বালানি, মাছ, মাংস ও দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ভোক্তাদের সহনশীল পর্যায়ে রাখাসহ আসন্ন পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহবান জানান। প্রয়োজনে বেশী বেশী মোবাইল কোর্ট পরিচালনার উপর গুরুত্ব দেয়ার কথাও উঠে অসে এ আলোচনা সভায়। ভোক্তা অধিকারের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের যে কমিটিগুলো রয়েছে তাদের নিস্ক্রিয় না থেকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান হয়।

বক্তব্য শেষে আলোচনায় অংশগ্রহণকারী উপস্থিত সকলকে নিয়ে একটি সচেতনতামূলক র‌্যালি করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।