এক সপ্তাহে শনাক্ত বেড়েছে ৪৮ শতাংশ

গত সপ্তাহে এর আগের সপ্তাহের তুলনায় করোনায় নতুন শনাক্ত ও মৃত্যু বেড়েছে। বেড়েছে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ও নমুনা পরীক্ষাও।
সোমবার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর জানায়, গত সপ্তাহে (২৭ ডিসেম্বর, ২০২১ থেকে ২ জানুয়ারি, ২০২২ পর্যন্ত) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ২১৩ জন। তার আগের সপ্তাহে (২০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর) শনাক্ত হয়েছিলেন দুই হাজার ১৭০ জন। অর্থাৎ গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় ৪৮ দশমিক এক শতাংশ রোগী বেশি শনাক্ত হয়েছেন।
গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন, তার আগের সপ্তাহে মারা গিয়েছিলেন ১২ জন। অর্থাৎ, গত সপ্তাহে তার আগের সপ্তাহের চেয়ে মৃত্যু বেড়েছে ৪১ দশমিক সাত শতাংশ।
অধিদফতর জানায়, গত সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৮০৭টি এবং তার আগের সপ্তাহে পরীক্ষা করা হয়েছিল এক লাখ ২৬ হাজার ৯৫১টি। অর্থাৎ, গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় নমুনা পরীক্ষার হার বেড়েছে চার দশমিক ছয় শতাংশ।
করোনায় আক্রান্ত হয়ে গত সপ্তাহে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ১৩০ জন এবং তার আগের সপ্তাহে সুস্থ হয়ে উঠেছিলেন এক হাজার ৮৫৬ জন। অর্থাৎ, সুস্থ হওয়া রোগীর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে বেড়েছে ১৪ দশমিক আট শতাংশ।