বাংলাদেশের এবার ইরানের কোচের ওপর ভরসা

বাংলাদেশের এবার ইরানের কোচের ওপর ভরসা

আগামী ২০২৪ প্যারিস অলিম্পিকে চোখ শুটিং ফেডারেশনের। তাই এয়ার রাইফেল ইভেন্টে কোচ হিসেবে উড়িয়ে আনা হয়েছে ইরানের কোচ জায়ের রেজাইকে। দুই বছরের জন্য আব্দুল্লাহ হেল বাকী-রাব্বী হাসান মুন্না-সৈয়দা আতকিয়া হাসানদের দায়িত্বে থাকবেন তিনি। ১ জানুয়ারি ঢাকায় এসে সোমবার (৩ জানুয়ারি)  গুলশানের শুটিং রেঞ্জ ঘুরে দেখেছেন রেজাই। সাক্ষাৎ করেছেন শুটারদের সঙ্গে।

২০১৮ সালে কমনওয়েলথ গেমসে শুটিংয়ে দুটি ইভেন্টে বাংলাদেশ রুপার পদক পেয়েছিল। এয়ার রাইফেল ইভেন্টে আব্দুল্লাহ হেল বাকী ও পিস্তলে শাকিল আহমেদ পদক জিতে সবার মুখে হাসি ফুটিয়েছেন। সেই রাইফেল দলের কোচ ছিলেন ডেনমার্কের ক্লাভস ক্রিস্টেনসন। কিন্তু মাঝ পথে অর্থাভাবে তাকে বিদায় নিতে হয়েছে। এবার অনেক দিন পর বাকী-দিশারা মানসম্মত নতুন কোচ পেলেন।

ইরানের এই কোচের অধীনে ৩৯টি আন্তর্জাতিক পদক ও দুটি অলিম্পিক কোটা অর্জন করে তাদের জাতীয় দল।
শুটিং ফেডারেশন আশা করছে, নতুন এই কোচের অধীনে সাফল্য পাবে বাংলাদেশ।