করোনা কেড়ে নিল সাবেক অতিরিক্ত সচিবের প্রাণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন তথ্য কমিশনের সাবেক অতিরিক্ত সচিব কৃষিবিদ তৌফিকুল আলম (৫৯) মারা গেছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিট-২-এ চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু হয়।
ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া তৌফিকুল আলম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮২ ব্যাচের ছাত্র।
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দেয়া হয়েছে।