ব্রিটেনে ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ৩৯৩ জন

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৯৩ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস; যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ প্রাণহানি। এ নিয়ে দেশটিতে করোনায় প্রাণ হারালেন মোট এক হাজার ৮০১ জন।
ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল বলছে, ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) জন্য একটি অন্ধকারাচ্ছন্ন দিন গেল আজ। দেশের প্রত্যেক প্রান্তের হাসপাতালে ডজনে ডজনে মানুষের মৃত্যুর দেখল এনএইচএস।
গতকালকের চেয়ে দেশটিতে করোনায় প্রাণহানি দ্বিগুণ হয়েছে গত ২৪ ঘণ্টায়। সোমবার এই প্রাণহানির সংখ্যা ছিল মাত্র ১৮০ জনে। তবে গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ১৯ বছর বয়সী একজনও রয়েছেন; আগে থেকে যার কোনও ধরনের শারীরিক অসুস্থতা ছিল না। ব্রিটেনের সবচেয়ে কমবয়সী হিসেবে করোনায় প্রাণ হারালেন তিনি।
ডেইলি মেইল বলছে, ব্রিটেনের করোনাভাইরাস সঙ্কটের কেন্দ্র হয়ে উঠেছে ইংল্যান্ড; সেখানে এখন পর্যন্ত অন্তত ১৬৫১ জন মারা গেছেন।
ন্যাশনাল হেলথ সার্ভিসের প্রকাশিত তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র ইংল্যান্ডেই প্রাণ হারিয়েছেন ৩৬৭ জন। এছাড়া স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডে মারা গেছেন ২৬ জন।
এনএইচএস ইংল্যান্ড বলছে, করোনায় নতুন করে যারা মারা গেছেন তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রত্যেকের বয়স ১৯ থেকে ৯৮ বছরের মধ্যে।
এদিকে, বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়া করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছাড়িয়ে গেছে। এই মুহূর্তের বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৫ হাজার ৩৭৭ এবং মৃত ৩৯ হাজার ৪৬৮। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১ লাখ ৭২ হাজার ৪৩৬ জন।