কুয়াকাটা সৈকতে পরিস্কার-পরিচ্ছন্নতা ও ম্যারাথন দৌড়

আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে সাগরকন্যা কুয়াকাটা সৈকতে পরিস্কার-পরিচ্ছন্নতা ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে এগারোটায় পটুয়াখালী মৎস্য অধিদপ্তর ও ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ এ কর্মসূচির আয়োজন করে।
এর আগে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পর্যটকসহ স্থানীয় ৪০ জন অংশগ্রন করেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এসময় কলাপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, ইউএসএ আইডি ওয়ার্ল্ডফিস বাংলাদেশ ইকোফিস-২ সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি, সহকারি গবেষক মো. বখতিয়ার রহমান, কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের পরিদর্শক মিজানুর রহমানসহ গণমাধ্যমকর্মী, স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও পর্যটকরা উপস্থিত ছিলেন।