ক্রেতা কম, ‌দাম বেশি

ক্রেতা কম, ‌দাম বেশি

ঈদ উপলক্ষে রাজধানীর হাটগুলোতে রোববার থেকে শুরু হয়েছে পশু বেচা-কেনা। তবে প্রথম দিনে হাটে ক্রেতা উপস্থিতি কম থাকলেও দাম চড়া।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ক্রেতারা বলছেন, প্রথম দিনেই হাটগুলোতে গরুর দাম চড়া। ক্রেতা কম থাকলেও বিক্রেতারা বেশি দাম চাচ্ছেন।

ব্যাপারীরা বলছেন, গত বছরের চেয়ে পশুর সংখ্যা কম থাকায় এ বছর রাজধানীর c চড়া দাম নিয়ে শুরু হয়েছে। যদিও ইজারাদারদের ভাষ্য, পশুর সংখ্যা কমেনি।

এদিকে কিছু ব্যাপারী বলছেন, ক্রেতা উপস্থিতি গত বছরের তুলনায় কম। এভাবে চলতে থাকলে দাম নেমে যেতে পারে। সেক্ষেত্রে লোকসানের শঙ্কা রয়েছে।

মানিকঞ্জের ব্যাপারী তালহা জানান, হাট শুরুর প্রথম দিনেই ক্রেতা নেই। ৩৫টি গরু আনলেও ৭টির দাম বলেছে ক্রেতারা। দাম চাওয়ার অর্ধেক বলছে ক্রেতারা। এখনও বিক্রি শুরু করতে পারেনি।

অন্যদিকে ক্রেতারা বলছেন, হাট শুরুর প্রথমদিন এসে দেখছি কি অবস্থা। ক্রেতা তেমন নেই। তবে যেভাবে দাম চাওয়া হচ্ছে, তা গত বছরের তুলনায় অনেক বেশি। আরো একদিন দেখি, শেষে মনে হচ্ছে দাম কমবে।